হিন্দু শাস্ত্রের পাচ পান্ডবের আদিনিবাস ছিল এই অঞ্চল । এখানে পাচ পান্ডবের একটি খামারবাড়ী ছিল । তাদেরই ব্যবহারের জন্য পুকুরটি নির্মিত করেন পাচপান্ডব । তাদেরই নামানুসারে পুকুরটির নামকরণ হয় পঞ্চরতন পুকুর । পুকুর অনেক বড় হওয়ায় পরবর্তীতে গ্রামাঞ্চলের মানুষ পুকুরটিকে পঞ্চরতন বিল হিসাবে পরিচিতি ঘটান । এটি ২নং মন্মথপুর ইউনিয়নের উত্তর-পশ্চিমদিকে প্রায় ২.৫ কিলোমিটার দুরে শেখপাড়া সংলগ্ন অবস্থিত ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস